কর্মসূচি হবে শান্তিপূর্ণ, আমি সেখানে যাবই : খালেদা জিয়া
ঢাকা : সাংবাদিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মার্চ ফর ডেমোক্রেসি (গণতান্ত্রিক অভিযাত্রা কর্মসূচি) হবে শান্তিপূর্ণ এবং আমি সেখানে যাবই। আশা করি কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
অনানুষ্ঠানিক এ সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন এর সঙ্গে সোয়া এক ঘণ্টাব্যাপী বৈঠক হয় সাংবাদিক নেতাদের।
বৈঠক শেষে রাত ১১টা ২৫ মিনিটে চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, বিরোধীদলীয় নেত্রী বলেছেন, জাতীয় সংসদ এখনো বহাল আছে। প্রধানমন্ত্রী যেভাবে সুযোগ-সুবিধা ভোগ করছেন, বিরোধীদলীয় নেতারও সে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু আমাকে সেসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সার্বিক বিষয়ে নির্বাহী ক্ষমতা থাকে নির্বাচন কমিশনারের হাতে।কিন্তু হঠাৎ তার বাসভবনের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বিরোধী দলের নেত্রী অবিলম্বে তার বাসার সামনে থেকে বেরিকেড তুলে নেওয়ার আহ্বান জানান।