করোনা ভ্যাকসিন সরবরাহে বিলম্ব ও অধিক মূল্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
করোনা ভ্যাকসিন সরবরাহে বিলম্ব ও অধিক মূল্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
করোনা ভ্যাকসিন সরবরাহে বিলম্ব ও অধিক মূল্য নির্ধারণের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, মোকাররম হোসাইন খান, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নোমান শিকদার, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি আবুল খায়েরসহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।
ড. মাসুদ বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে মানুষের ভোটের অধিকার হরণ করে দেশ পরিচালনা করছেন। তারাই এখন আবার জনগণের চিকিৎসার অধিকার হরণের তালবাহানা করছে। রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ক্ষমতাসীন দল এখন চিকিৎসা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। তারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের অজুহাত তুলে দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে অযথা তালবাহানা করে সরকার ৪৭ ভাগ বেশি মূল্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের কাছে ভ্যাকসিন গ্রহণ করার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই, করোনার ভ্যাকসিন নিয়ে তালবাহানা বন্ধ করুন এবং জনগণের চিকিৎসার অধিকার নিশ্চিত করতে বিনামূল্যে মানসম্মত করোনা ভ্যাকসিন দিতে দ্রুত পদক্ষেপ নিন।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, বিশ্বের অনেক দেশ করোনার ভ্যাকসিন আবিষ্কার করছে, আমরা তাদের থেকে তা সংগ্রহ করতে পারি। অন্য রাষ্ট্র যারা আমাদেরকে কম মূল্যে করোনার ভ্যাকসিন দিতে চায়, সেটি আমাদের সরকারের গ্রহণ করার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি সরকার যদি এমন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে এই ব্যর্থতার দায়ভার নিয়ে তাদের পদত্যাগ করা উচিত। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি তারা করোনা মহামারী ব্যবস্থাপনায় কোনো সফলতা দেখাতে পারেনি। চলমান সঙ্কটের শুরু থেকেই মাস্ক ও পিপিই ক্রয়ে বড় ধরনের দুর্নীতি-অস্বচ্ছতা, ত্রাণ সামগ্রী বিতরণে স্বেচ্ছাচারিতা ও লুটপাটের পর এখন অযৌক্তিক মূল্যে মানহীন করোনার টিকা ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকার এখনো আমাদের জন্য করোনার টিকা প্রদানের নিশ্চয়তা প্রদান করতে পারেনি। অবিলম্বে অযৌক্তিক মূল্যে টিকা ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার ও যৌক্তিক মূল্যে মানসম্পন্ন টিকা ক্রয় করে সকল নাগরিকের জন্য টিকা প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।