করোনা ভাইরাস : ইরানে কারাগার থেকে ৭০ হাজার বন্দীকে মুক্তি

09/03/2020 9:23 pmViews: 8

করোনা ভাইরাস : ইরানে কারাগার থেকে ৭০ হাজার বন্দীকে মুক্তি

চীন ও দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধীর গতিতে দেখা দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোতে ভাইরাসের সংক্রমণ হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে। ইরান আর ইতালিতে করোনা ভাইরাস ছড়িয়েছে খুবই দ্রুত গতিতে। আর তাই এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় ৭০ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে ইরান। ইরানের জুডিশিয়ারি চীফ ইব্রাহীম রাইসি সোমবার সংবাদ সংস্থা মিজান’র বরাত দিয়ে এ তথ্য জানান।

ইরানে করোনা ভাইরাসে আরো ৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে কোভিড-১৯ এ এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।

এদিকে ইতালির লোম্বার্ডিসহ দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় এক কোটি ৬০ লাখ মানুষ কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন। করোনা ভাইরাসে ইতালিতে রোববার ১৩৩ জনসহ এখন পর্যন্ত মোট ৩৬৬ জন মারা গেছেন। দেশটিতে প্রায় ৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

তবে চীন ও দক্ষিণ কোরিয়ার সর্বশেষ পরিসংখ্যান বলছে, ভাইরাসটির প্রভাব উত্তর-পূর্ব এশিয়ায় অনেকটা কমছে। চীনে হুবেই প্রদেশে করোনা ভাইরাসের উদ্ভব হলেও সেখানে আর নতুন করে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। দক্ষিণ কোরিয়াতেও নতুন সংক্রমণের গতি কিছুটা কমে এসেছে।

Leave a Reply