করোনা ভাইরাসে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ উপদেষ্টা মারা গেছেন।

02/03/2020 8:23 pmViews: 7

করোনায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা
মোহাম্মদ মির (বামে)। ছবি: মেট্রো

করোনা ভাইরাসে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ উপদেষ্টা মারা গেছেন। সোমবার তেহরানের একটি হাসপাতালে তিনি মারা যান।

তার নাম মোহাম্মদ মির মোহাম্মদি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সময় তার বয়স ছিলো ৭১ বছর।

খামেনির উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য ছিলেন মোহাম্মদ মির। খামেনিকে পরামর্শ দিতেন তিনি। সেই সঙ্গে ইরানের সংসদে বিরোধ নিষ্পত্তি করতে সহায়তা করতেন।

এর আগে ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহে ইবতেকার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে দেশটির সর্বোচ্চ সরকারি কর্মকর্তাদের মধ্যে মারা গেলেন খামেনির উপদেষ্টা মোহাম্মদ মির।

এছাড়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরসিও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা যান।

করোনা ভাইরাসে ইরানে সোমবারই ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬৬ জনের মৃত্যু নিশ্চিত করলো দেশটির প্রশাসন। আর এক হাজার ৫০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দিন দিন বাড়ছে এর সংখ্যা।

তবে ইরানের জাতীয় প্রতিরোধ কাউন্সিল (এনসিআরআই) দাবি করেছে, করোনা ভাইরাসে মারা যাওয়ার সংখ্যা সরকারি হিসাবের থেকে ১০ গুণ বেশি হবে।

Leave a Reply