করোনার মধ্যেই ইরানের স্কুল কার্যক্রম শুরু

05/09/2020 11:15 pmViews: 4

করোনার মধ্যেই ইরানের স্কুল কার্যক্রম শুরু

ইরানে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হলো। প্রেসিডেন্ট ড. হাসান রুহানি প্রতিশ্রুতি দিয়েছেন, গত শতাব্দীর মধ্যে স্কুল কার্যক্রমের জন্য এটি হবে সেরা বছর।

আজ শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি এবং শিক্ষামন্ত্রী মহসিন হাজি মির্জায়ি নতুন স্কুল-বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

শিক্ষা মন্ত্রী হাজি মির্জায়ি জানিয়েছেন, নিজ নিজ এলাকার করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় রেখে স্কুলগুলো তাদের কার্যক্রম চালু করবে তবে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো সবাইকে অবশ্যই মান্য করতে হবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে গত কয়েক মাস ধরে ইরানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে দেশের প্রায় এক কোটি ৪৫ লাখ স্কুলগামী শিশু অনলাইনে ক্লাস করতে বাধ্য হয়েছে। অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় বিশেষ সহযোগিতা করেছে।

নতুন বছরের স্কুল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, স্কুল বন্ধ রাখার অর্থই হবে ভবিষ্যত প্রজন্মেকে অযত্ন-অবহেলা করা। ফলে এটি আমাদের জন্য জরুরি যে, আমাদের শিক্ষাব্যবস্থা যাতে সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করা। পার্সটুডে

Leave a Reply