করোনার কারণে ফেসবুকের অফিস বন্ধ ঘোষণা
করোনার কারণে ফেসবুকের অফিস বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সিয়াটল শহরের অফিস আগমী ৯ মার্চ পর্যন্তদ বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিয়াটল অফিসের এক কন্ট্রাক্টটরের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর অফিসটি বন্ধ ঘোষণা করে ফেসবুক।
স্টেডিয়াম ইস্ট অফিসের একজন কন্ট্রাক্টরের শরীরে কভিড-১৯ ধরা পড়ে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিয়াটলের অফিসে কাজ করেছেন ওই কর্মী।
ফেসবুক এক বিজ্ঞতিতে এই মাসের শেষ নাগাদ সিয়াটল অঞ্চলের সকল কর্মকর্তাদের বাড়ি বসে কাজ করার পরামর্শ দিয়েছে।
সিয়াটল ওয়াশিংটন রাজ্যের একটি শহর। যুক্তরাষ্ট্রের এ শহরটিতে কয়েক জনের করোনা আক্রান্তের পর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মঙ্গলবার আমাজন ডট কম জানায় যে তাদের যুক্তরাষ্ট্রের কর্মচারীদের মধ্যে সর্ব প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে।
এর মাধ্যমে প্রথমবারের কোনো ফেসবুক কর্মচারী করোনায় আক্রান্ত হলো বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
সূত্র: রয়টার্স