করোনাভাইরাস মোকাবিলা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের
দল-মত নির্বিশেষে সবাইকে করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে এই আহ্বান জানান ওবায়দুল কাদের।
দলের পক্ষে আওয়ামী লীগের এই নেতা যথাযথ স্বাস্থ্য নির্দেশনা বজায় রেখে সকাল ৯টার দিকে জাতীয় নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পবিত্র কুরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শেষে তারা জাতীয় নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
কাদের বলেন, মহামারীকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানো উচিত।
নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বিএনপি যেকোন আন্দোলন করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে অবিরাম কাজ করছেন।
মন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর অনেকে জনগণের জন্য কাজ করে না। তবে শেরে বাংলা একে ফজলুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতারা ব্যতিক্রম ছিলেন। তাদের পথ অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একই কাজ করছেন।’
শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন।
ফজলুল হক একজন বিশিষ্ট জননেতা ছিলেন। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নরসহ (১৯৫৬-৫৮) অনেক উচ্চ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
১৯১৩ থেকে ১৯১৬ সাল পর্যন্ত ফজলুল হক বেঙ্গল প্রাদেশিক মুসলিম লীগের সেক্রেটারি এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। এরপরে তিনি ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত নিখিল ভারত মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।