`কম্বলকে নিচে ক্যায়া হ্যায়’?
সালটা ১৯৯৩৷ সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’ ছবির হাত ধরে গোটা দেশ জেনে ফেলেছিল মাধুরী দীক্ষিতের চোলির নিচে ছিল কি? ইলা অরুণের গাওয়া সেই ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’ বির্তকের ঝড় তুলেছিল সিনেমা মহলে৷ সেই পুরনো বির্তকের কাসুন্দীকে ফের নতুন মোড়কে আনতে চলেছেন সুভাষ ঘাই৷ তবে এবার নায়িকার ‘চোলি’ নয়, কম্বলকেই বেছে নিয়েছেন সুভাষ৷
খবরটা হল, সুভাষ ঘাইয়ের নতুন ছবি ‘কাঞ্চি’তে ৯৩য়ের চোলি কে পিছে গানের মতই রয়েছে একটি দুষ্টু আইটেম গান৷ যে গানের কথায় রয়েছে যৌনতার ইঙ্গিত৷ গানটি কথা হল, ‘ইস কম্বলকে নিচে ক্যায়া হ্যায়’৷
গানটি গেয়েছেন নীতি মোহন৷ সুর দিয়েছেন ইসমাইল সুলেমান ও ইসমাইল দরবার ৷ তবে শুধু কম্বলই নয়৷ এই গানের ইএসপি কিন্তু সুভাষের নায়িকারা৷
গানটিতে দেখা যাবে মনীষা কৈরালা, ইশা শরবানি, প্যারিচাঁদ জোরেবিয়া, ও মহিমা চৌধুরী৷ এই আইটেম গানে নাচতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও ঋষি কাপুরকেও৷