কমার (,) মৃত্যুদণ্ড দাবি!

11/02/2014 3:33 pmViews: 7

 

 
এবার ‘কমাcome 11-02-14’ (,) চিহ্নটির মৃত্যু কি আসন্ন? লিখিত ভাষার অবিচ্ছেদ্য অংশ এই ছোট পাঙ্কচুয়েশনটিকে ইংরেজি ভাষার লিখিত রূপ থেকে তুলে দেওয়ার দাবি তুললেন এক শিক্ষাবিদ। তাঁর মতে কমা তুলে দিলে ইংরেজি ভাষাটার বিশেষ ক্ষতিবৃদ্ধি হবে না। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে জি নিউজ।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও তূলনামূলক সাহিত্যের অধ্যাপক জন ম্যাকহোরতারের মতে, কমা তুলে দিলে আধুনিক মার্কিন ইংরেজি লেখার স্বচ্ছতায় কোনো পরিবর্তনই আসবে না।

ম্যাকহোরতারের মতে, বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী, এমনকি কোনো কোনো লেখকও নিজেদের খেয়ালখুশিমত পাঙ্কচুয়েশন ব্যবহার করেন। এই সংখ্যাটা ক্রমবর্ধমান। কমা থাকা বা না থাকা লেখার অক্ষরে মনের ভাব প্রকাশে বিশেষ কোনো পার্থক্য তৈরি করে না।

ম্যাকহোরতারের দাবি, বেশিরভাগ ক্ষেত্রে কমা অত্যন্ত কমই ব্যবহার করেন আমেরিকার বর্তমান লেখকরা। এতটাই কম যে তাকে টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। ম্যাকহোরতার তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, অক্সফোর্ড ইংরেজি অনুযায়ী উপান্ত্যের শেষে `,` ব্যবহৃত হয়। সেখানেও `,` উপস্থিতি চিহ্নটির অবলুপ্তির পথই নির্দেশ করে।

ম্যাকহোরতার তাঁর যুক্তির স্বপক্ষে বলেন, ‘কমা ব্যবহারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা যুক্তি নেই। আমরা সবাই খুব ভালো করে জানি কিভাবে হাইড্রোজেন আর অক্সিজেনের মেলবন্ধনে জল তৈরি হয়। `,` ব্যবহার আসলে একটা ফ্যাশন সর্বস্ব নিয়মে পরিণত হয়েছে।’

 

Leave a Reply