কবরে হাত স্বদৃশ্য বস্তু দেখতে মানুষের ঢল
শেরপুর প্রতিনিধি: অজ্ঞাত ব্যক্তির কবর থেকে হঠাৎ করে মানুষের দুটি হাত স্বদৃশ্য বস্তুর উত্থান হয়েছে এমন খবরে হুলোস্থুল পড়ে যায় সারা এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিঙ্গাবরুনা ইউনিয়ের নবীনপুর গ্রামে।ঘটনার সুত্রে নিয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে হাজার হাজার নারী পুরুষের ভীড়। সারি সারি মোটর বাইক, সাইকেল, ভটভটি, অটো যাওয়া আসা করছে। কাচা সড়কের পাশেই এক লাইনে কয়েকটি ঘর। তার পূর্বপাশ দিয়ে উঠোন এবং পুকুর। তার ঠিক উত্তর পাশে মানুষের ভীড়। দক্ষিণ মুখ করে হাতের মতো দেখতে একজোড়া আলোচিত বস্তু। এটা আসলে কি তা সঠিক করে বলতে পারেনা কেউ। তবে এক সাথে হাত স্বদৃশ্য দেখায় অনেকে বলছেন কবরের ভিতর থেকে হাত দুটি বের হয়ে এসেছে। বিষয়টি পরিস্কার করে জানার জন্যে বাড়ীর মালিককে খুঁজতেই দেখা হল সিঙ্গাবরুনা ইউনিয়নের ৯নং ব্লকের সাবেক ইউপি সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান নাদের হোসেনের সাথে। তিনি বললেন, আসলে ওই জায়গায় গত ৫০/৬০ বছরে কাউকে দাফন করা হয়েছে বলে আমাদের জানা নেই। তবে তার আশপাশে যে কয়েকজনকে কবর দেওয়া হয়েছে তাদের নাম আমরা জানি। তবে ঠিক এইখানে নয়। তিনি আরো জানান, শনিবার বেলা ২টায় বৃষ্টির পরে জিনিসটাকে আমি দেখি। তার পরে একে বাঁশ দিয়ে ঘিরের ব্যবস্থা করি। এক সময়ে এক কান দুই কান করে তা ছড়িয়ে পরে। বর্তমান ইউ.পি সদস্য ওসমান আলী, আকর আলী এবং আব্দুর রসিদ মনে করেন এটা এক ধরনের ছত্রাক বা ব্যাঙের ছাতা জাতীয় কিছু হতে পারে। বৃষ্টির ভাবে তা ফুটে উঠেছে। ঘটনা দেখতে আসা মেঘাদল চৌরাস্তার দেলোওয়ার হোসেন দুলাল, জালাল মিয়াও সে রকমটাই মনে করেন। সত্য বা গুজব বিষয় যা-ই হোক খবর শোনার পর এক নজর স্ব-চক্ষে দেখার জন্যে হাজার হাজার মানুষ ছুটছে ঘটনাস্থলে । খবরও খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এক গ্রাম থেকে গ্রামে আলোচিত হয়ে উঠছে।