কন্যা সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান
কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। সোমবার ভোর চারটার দিকে পৃথিবীতে আসে সাকিবের প্রথম সন্তান।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে।
সাকিব এই মুহূর্তে স্ত্রী-সন্তানের পাশেই আছেন।
স্ত্রীর চাওয়াতেই তিনি জিম্বাবুয়ে সিরিজে খেলতে এসেছিলেন। আর প্রথম ম্যাচে ৫ উইকেট দলকে জিতিয়েও দিয়েছেন। আর সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি ফিরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে পরিবারের সঙ্গে থাকতেন উম্মে আহমেদ শিশির। পড়াশোনা, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। ১০ বছর বয়সে বাবা-মা’র হাত ধরে পাড়ি জমিয়েছিলেন স্বপ্নের দেশে।