কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে রোববার যুবলীগ কর্মীদের হামলায় দুইজন শিক্ষক ও ৪০ শিক্ষার্থী আহত

17/08/2015 12:21 pmViews: 7

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে রোববার যুবলীগ কর্মীদের হামলায় দুইজন শিক্ষক ও ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ শিক্ষার্থীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে মনির প্রধান, লিটন ও ফারুকসহ কয়েকজন যুবলীগকর্মী ওই বিদ্যালয়ে গিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের কাছে বিদ্যালয়ের ছাত্রীদের উপবৃত্তির জন্য আসা টাকা থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ জন্য তারা প্রধান শিক্ষককে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা শনিবার দুপুরে এসে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রধান শিক্ষককে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে যেয়ে লাঞ্ছিত হন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও হোস্টেল সুপার ফজলুর রহমানও। রাতে ওই ঘটনার জের ধরে যুবলীগ কর্মীরা সহকারি শিক্ষক ফজলুর রহমানকে মারধর করে।

রোববার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে ওই ঘটনা জানতে পেরে এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকে। এসময় ১৫/১৬ জন যুবলীগ কর্মী লাঠিসোটা নিয়ে ছাত্র-ছাত্রীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ২২ জন ছাত্রী।

হামলায় গুরুতর আহতরা হলো- ১০ম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার, বিউটি আক্তার, শাবনুর, আরিফ হোসেন, পাখি আক্তার, সুজন, ৯ম শ্রেণির রিয়াদ হোসেন, ৮ম শ্রেণির সোনিয়া আক্তার, পপি আক্তার, রিপা আক্তার, খাদিজা আক্তার বৃষ্টি, ৭ম শ্রেণির শাকিলা আক্তার, সায়মা আক্তার, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, মীম ও ৫ম শ্রেণির লিজা আক্তার। ৮ম শ্রেণির ছাত্রী তানিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কচুয়া যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন জানান, যুবলীগের ইমেজ নষ্ট করার জন্য এবং ড. মহীউদ্দীন খান আলমগীরের মানহানি করার জন্য কিছু বখাটে ছেলে এ ঘটনা ঘটিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply