কঙ্গনাও ছাড়বেন না হৃতিককে

02/04/2016 2:10 pmViews: 7

 

বলিউড তারকা হৃতিক রোশন ও কঙ্গনা রানাউতের মধ্যকার লড়াইয়ের অবসান আর হচ্ছে না। একের পর এক মামলা দুজন দুজনকে করেই যাচ্ছেন। শুক্রবার সাইবার আইনে আবারও মামলা করেন হৃতিক। তবে এবার তার করা মামলার আসামী শুধু কঙ্গনা নয়। সঙ্গে আছেন ‘কুইন’ খ্যাত এ নায়িকার বোন রঙ্গোলিও। বান্দ্রার কুর্লা পুলিশ দুই বোনকে আইনি নোটিশ পাঠিয়ে তলব করেছে। মামলায় হৃতিক অভিযোগ করেছেন, তার নামে একটি ফেক ইমেল আইডি খোলা হয়েছে। আর সেটা কঙ্গনা ও তার বোন রঙ্গোলিই করেছেন বলে উল্লেখ করা হয়েছে এফআইআর-এ। তাতে আরও বলা হয়েছে, এ সপ্তাহের মধ্যেই দুই বোনকে থানায় হাজিরা দিতে হবে। না হলে যেকোনো জায়গা থেকে গ্রেফতার করা হবে। গত কয়েকদিন আগে হৃতিকের নামে একটি ফেক ইমেল আইডি খোলা হয়। সেখান থেকে জুনিয়র রোশনের ঘনিষ্ঠজনদের কাছে বিভিন্ন ধরণের মেইল পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, ওই আইডি থেকে কঙ্গনার কাছেও নাকি কয়েকটি মেইল গিয়েছে বলে অভিযোগ করেছেন হৃতিক। বলিউড কিংবা এর  বাইরে সুপার হিরোর কোনো শত্রু নেই। কিন্তু কঙ্গনার সঙ্গে লড়াইয়ের কারণেই সন্দেহের তীর কুইনের দিকেই ছুঁড়লেন হৃতিক। এর সঙ্গে তার বোন রঙ্গোলিও জড়িত আছেন বলে থানার এফআইআর-এ উল্লেখ করেছেন। সাবেক প্রেমিকের সঙ্গে একের পর এক মামলা নিয়ে অনেকটা অস্বস্তিতেই পড়েছেন কঙ্গনা। এর আগে যা হয়েছে হয়েছে। কিন্তু এবার হৃতিকের করা মামলাটি একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন কঙ্গনা। এর মধ্যে একবার ভেবেছিলেন আগের সব হিসাব নিকাশ চুকিয়ে ঝামেলার অবসান ঘটাবেন। কিন্তু হৃতিক আবার মামলা করে কঙ্গনাকে উসকে দিয়েছেন। তাই এবার আর ছাড় দেবেন না তিনি। এই আইনি লড়াইয়ের মুখোমুখি হতে কঙ্গনাও প্রস্তুত। নিজের কারণের পরিবারের মানুষগুলো যেন কোনোভাবেই অপমান না হন সে ব্যবস্থাই করবেন কুইন খ্যাত এ নায়িকা।

Leave a Reply