‘কখনো সন্ত্রাসকে উৎসাহিত করিনি’

15/07/2016 6:38 pmViews: 8

nayek

সন্ত্রাসকে কখনো উৎসাহিত করেননি বলে দাবি করেছেন বিতর্কিত ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক। তার ভাষায়, ‘গত ২৫ বছর ধরে জনসম্মুখে বক্তৃতা দিচ্ছি। তবে কখনো সন্ত্রাসকে উৎসাহিত করিনি।’ আজ শুক্রবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে সৌদি আরবের মদিনা থেকে স্কাইপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জাকির নায়েক বলেন, ‘জিহাদের নামে আত্মঘাতী হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে দ্বিতীয় বড় পাপ। এটা ইসলামে নিষিদ্ধ, হারাম।’

ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারীরা জাকির নায়েকের ভাষণ থেকে উদ্বুদ্ধ হয়েছেন বলে মনে করা হয়। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ভারতের পাশাপাশি বাংলাদেশেও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আমার ভাষণের কোন অংশটা সেদেশে অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ তোলা হচ্ছে। সেই পুরো অনুষ্ঠানটা দেখানো হোক।’
এদিকে, সংবাদ সম্মেলনের শুরুতেই ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার ঘটনার তীব্র নিন্দা জানান জাকির নায়েক।  সূত্র : অর্থসূচক

বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৬/শরীফ

Leave a Reply