কক্সবাজারে ৩ মানব পাচারকারী গ্রেফতার
কক্সবাজারে ৩ মানব পাচারকারী গ্রেফতার
০৫ জুন ২০১৫,শুক্রবার, ১২:৩৮
কক্সবাজারের চকরিয়া ও মহেশখালীতে মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা গ্রামের মোহাম্মদ হোছাইনের স্ত্রী ফটো বেগম (৩০), আব্দুর রহিমের ছেলে কামাল হোছাইন (২১) ও মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আলী আকবরের স্ত্রী হুসনে আরা বেগম রেশমী ।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার পথে চকরিয়ার মরংঘোনা গ্রামের তিন যুবক নিখোঁজের ঘটনায় আদালতে ১ জুন সাত মানব পাচারকারীর বিরুদ্ধে নিখোঁজ মোক্তার আহমদের স্ত্রী তছলিমা বেগম মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে নিয়মিত মামলা হিসেবে নথিভূক্ত করার পর পুলিশ বৃহস্পতিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অপরদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশখারীর কুতুবজোম থেকে হুসনে আরা বেগম রেশমী নামে এক নারীকে গ্রেফতার করে মহেশখালী থানার পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেশমিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে দুটি মামলা রয়েছে।