কক্সবাজারে পাহাড় ধস : মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

27/07/2015 3:48 pmViews: 3
কক্সবাজারে পাহাড় ধস : মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

২৭ জুলাই, ২০১৫

কক্সবাজারে পাহাড় ধসে নিখোঁজ আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মা-মেয়েসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।

রোববার রাত দুইটার দিকে শহরের সদর সাব রেজিষ্ট্রি অফিসের পেছনে কবরস্থান পাড়ায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

তখন একই পরিবারের মা-মেয়েসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তবে প্রতিবেশীরা তখন থেকে আরো তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি জানিয়ে আসছিল।

সেই প্রেক্ষিতে উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরাতা অব্যাহত রাখলে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাটিচাপা থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেন।

পাহাড় ধসের ঘটনায় নিহত ৫ জন হলেন- খাইরুল আমিনের স্ত্রী লুৎফুন নাহার জুনু (২৫) ও তার শিশু মেয়ে নিহা মনি (৬),  ইসলাম মিয়ার ছেলে শাহ আলম (৪৫), শাহ আলমের স্ত্রী রোকেয়া বেগম (২৫) ও জাফর আলমের মেয়ে রিনা আকতার (১৬)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ আরো ৩ জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড় ধসের পর থেকে দমকল বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় এ উদ্ধার তৎপরতা চলে । বেলা পৌনে তিনটায় উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা।

তোফায়েল আহমেদ জানান, পাহাড় ধসের ঘটনায় ২৩ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে  উদ্ধার কর্মীরা ৫ জনের মরদেহ ও ৩ জনকে জীবিত উদ্ধার করেন।

Leave a Reply