কক্সবাজারে আ’লীগ নেতার লাশ উদ্ধার

07/10/2015 1:35 pmViews: 12
কক্সবাজারে আ’লীগ নেতার লাশ উদ্ধার

 

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহাব উদ্দীন ফরাজির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে টিট্যং ইউনিয়নের বটতলী প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে মালঘারা ছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন জানান, মঙ্গলবার আসরের নামাজের পর সাহাব উদ্দীনকে টিট্যং বাজারে দেখা গিয়েছিল। এরপর রাতে বাড়ি ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইউনিয়নের বটতলী প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে মালঘারা ছড়া এলাকায় তার লাশ পাওয়া যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের কপালে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে কি না, তা এখনি বলা যাচ্ছে না।

শাহাব উদ্দিনকে বহনকারী অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি আবদুর রকিব।

Leave a Reply