ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
শনিবার শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ব্যাট করতে নেমে সাইফ হাসানের অপরাজিত শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে বাংলাদেশ। দলের পক্ষে হাসান ১০৭ এবং সাইফুল ৬১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কালিচরন, স্মিথ এবং পপ প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন।
২৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১ বল বাকি থাকতেই ২১৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন পপ। এছাড়া কার্টি ৪২ এবং ইমপ্লাচ ৩৮ রান করেন।
বাংলাদেশের হয়ে সঞ্জিত সাহা ৫টি উইকেট লাভ করেন।
৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জিতল বাংলাদেশ।