ওয়াসিম আকরামের গাড়িতে গুলি
দেশটা পাকিস্তান, শহরটা করাচি আর লোকটা ওয়াসিম আকরাম বলেই খবরটা দ্রুতই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বুধবার অগ্নিগর্ভনগরী করাচির ব্যস্ত সড়কে পাকিস্তানের কিংবদন্তি পেসারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শুরুতে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা ভেবে আঁতকে উঠেছিল সবাই। পরে জানা যায়, আকরামের গাড়িতে গুলি চালানোর ঘটনাটির সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র নেই এবং তিনি অক্ষত আছেন। কারাচি স্টেডিয়ামে যাওয়ার পথে অন্য একটি গাড়ির সঙ্গে আকরামের গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই গাড়ি থেকে একজন বেরিয়ে আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানো ব্যক্তিটিকে সরকারি কর্মকর্তা বলে মনে হয়েছে সাবেক পাকিস্তান অধিনায়কের।
এদিকে পাকিস্তানি দৈনিক দ্য ডন জানিয়েছে, রাস্তায় গাড়ি জ্যামে আটকে পড়া অবস্থায় দু’জন ব্যক্তি পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং একে অন্যকে লক্ষ্য করে গুলি ছুড়লে ওয়াসিম আকরামের গাড়ির টায়ারে গিয়ে আঘাত হানে।
পুলিশ জানিয়েছে, আক্রমণের লক্ষ্য আকরাম ছিলেন না। তবে ওয়াসিম আকরাম পুলিশের বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি জানিয়েছেন, তার গাড়ি লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে।
পাকিস্তানের ’৯২-র বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘একটি গাড়ি আমার গাড়িকে ধাক্কা দেয়। যখন তাকে আমরা জায়গা দিতে বললাম, সে গাড়ি থেকে নেমেই আমার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। তাকে দেখে কোনো সরকারি কর্মকর্তা মনে হয়েছে।’ এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত গাড়ির নম্বরটি টুকে রেখেছেন ওয়াসিম আকরাম। ফলে ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক না কেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাকে শিগগিরই আইনের আওতায় আনতে পারবে।
আকরাম বলেন, ‘আমি ওই গাড়ির নম্বরটি টুকে রেখেছি। সেটি পুলিশকে দিয়েছি।’
৪৯ বছর বয়সী ওয়াসিম আকরাম করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের উদীয়মান ১২ জন পেসারকে প্রশিক্ষণ দিচ্ছেন। সেখানে যাওয়ার পথেই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। ওয়েবসাইট।