ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন ইউনিস খান
২০১৫ বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে তাকে ওয়ানডে দল থেকে বাদ দেয়া হয়ে দীর্ঘদেহী এই ক্রিকেটারকে। তিনি ওই টুর্নামেন্টে ৩ ম্যাচ থেকে মাত্র ৩৭ রান করেছিলেন।
২০০০ সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল ইউনিস খানে। তিনি ২৬৪টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৪০ রান করেছেন। যার গড় ৩১.৩৪ । তার সর্বোচ্চ ১৪৪ রান ছিল ২০০৪ সালে হংকংয়ের বিরুদ্ধে।
ইউনিস খানের নেতৃত্বেই ২০০৯ সালে নেতৃত্বে পাকিস্তান টি-২০ বিশ্বকাপ জিতেছিল। ইতোমধ্যে তিনি টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জাভেদ মিঁয়াদাদকে টপকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন তিনি।