ওয়ানডেতে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক গাপটিল
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে থেকেই ২০১৫ সাল শেষ করলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
নেলসনে শ্রীলংকার বিপক্ষে চলতি বছর শেষ ওয়ানডে খেলতে নামেন গাপটিল। বছরের শেষ ওয়ানডে ইনিংসে তার রান ছিলো ৩০। ফলে চলতি বছর ৩২ ম্যাচে ১৪৮৯ রান সংগ্রহে থাকলো গাপটিলের।
এ বছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গাপটিল। ৯ ম্যাচে ৫৪৭ রান করেছিলেন তিনি। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। এরমধ্যে ১টি ডাবল-সেঞ্চুরি করেছিলেন গাপটিল। ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন গাপটিল যা বিশ্বকাপের ইতিহাসেরই সর্বোচ্চ ইনিংস। দ্বিতীয় স্থানে রয়েছেন গাপটিলের সতীর্থ কেন উইলিয়ামসন। ২৭ ম্যাচে তার রান ১৩৭৬। বছরের শেষ ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রান করেন উইলিয়ামসন। তৃতীয়স্থানে রয়েছেন শ্রীলংকার তিলকরত্নে দিলশান। ২৫ ম্যাচে ১২০৭ রান করেন তিনি। বছরের শেষ ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রান করেন দিলশান।
২০১৫ সালে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার প্রথম দশজনে নাম নেই বাংলাদেশের কোন খেলোয়াড়ের। তবে প্রথম বিশ জনের তালিকার বিশ নম্বরে আছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক ও বর্তমান টেস্ট দলের দলপতি মুশফিকুর রহিম। ১৮ ম্যাচের ১৬ ইনিংসে ৭৬৭ রান করেছেন মুশফিকুর। গড় ৫১.১৩। এর মধ্যে সেঞ্চুরি ২টি ও ৪টি হাফ-সেঞ্চুরি ছিলো মুশফিকুরের। বাসস।