ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে
প্রতিবেদক : রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান সিলগালা, গ্রেফতার ও জরিমানা করার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। ওষুধের দোকান বন্ধ রেখে এই ধর্মঘট করছে ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে রাত ১০টা পর্যন্ত।
সোমবার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ওষুধ ব্যবসায়ীদের বৈঠক থেকে সারাদেশে ধর্মঘটের ডাক দেয়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মিটফোর্ড ও বাবুবাজার, শাহবাগ ও মালিবাগের ওষুধের মার্কেটর কোনো ফার্মেসি ব্যবসায়ীরা খোলেননি। এতে জরুরি ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওষুধ কিনতে আসা রোগী ও তাদের স্বজনরা।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপ সচিব মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালতের হাতে ক্ষুদ্র ব্যবসায়ী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব ফার্মেসি বন্ধ থাকবে। ধর্মঘট পালনের পর বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর মিটফোর্ড-বাবুবাজারের সমিতি মার্কেট, ইউসুফ মার্কেট, আলী মার্কেট, নায়না মার্কেট, খান মার্কেট, নুরপুর মার্কেট, ঢাকা মার্কেট ও সুরেশ্বর মার্কেটে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা এবং এক কোটি ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় ৯৪ জনকে।
–