ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই: হাছান মাহমুদ

14/04/2016 11:13 amViews: 9
ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই: হাছান মাহমুদ
 
ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই: হাছান মাহমুদ
পয়লা বৈশাখ উদযাপন নিয়ে বিরূপ মন্তব্য করা ওলামা লীগের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ওলামা লীগ’ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ-সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয়। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ওলামা লীগের কিছু কিছু ব্যক্তি যে বক্তব্য দিয়েছে তার সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের সর্বজনীন উত্সব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করে ওলামা লীগের নেতারা।

Leave a Reply