ওমানে বুলডোজারের চাপায় ৪ বাংলাদেশি নিহত

15/09/2015 5:07 pmViews: 6
ওমানে বুলডোজারের চাপায় ৪ বাংলাদেশি নিহত


ওমানের রাজধানী মাস্কটের ওয়াইতি এলাকায় বুলডোজার চাপায় চার বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন। রোববার বিকেলে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ওমান।

খবরে বলা হয়, সাত বাংলাদেশি শ্রমিক বুলডোজার মেশিনে করে মাস্কটের ওয়াইতি এলাকায় মুরিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানির একটি প্রকল্পে কাজের জন্য যাচ্ছিলেন । তিনজন শ্রমিক বুলডোজারের সামনে পড়ে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে মাস্কটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার আরেকজন মারা যান। বুলডোজার মেশিনটি একজন অদক্ষ শ্রমিক চালাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত বাংলাদেশিদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে মাস্কটে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নিহত শ্রমিকদের পরিচয় ও ঠিকানা উদ্ধারের কাজ শুরু হয়েছে।

Leave a Reply