ওমানের বিপক্ষে সহজ জয়

14/03/2016 3:55 pmViews: 3
বিশ্বকাপে টাইগাররা
ওমানের বিপক্ষে সহজ জয়
 
ওমানের বিপক্ষে সহজ জয়

ওমানের বিপক্ষে বাংলাদেশ জিতলো ৫৪ রানে।

রবিবার টসে হেরে ব্যাট করতে নেমেছিল টাইগাররা। মাত্র ২ উইকেট হারিয়ে ওমানের জন্য তারা ১৮০ রানের টার্গেট বেঁধে দেয়।

ওই টার্গেট নিয়ে মাঠে নামে ওমান দল। জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে ওমান। তারপরও বলা যায়, তারা খেলছিল মোটামুটি। ৪১ রানের মাথায় খেলা একবার বন্ধ হয় বৃষ্টির কারণে। তখন মাত্র দুটি উইকেট হারিয়েছে তারা।

কিছুক্ষণ পর খেলা আবার শুরু হয় বৃষ্টি থামলে। কিন্তু মাত্র ৪টি রান দলের খাতায় যোগ করতে না করতে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আবার। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে ওমান হারায় আরও দুইটি উইকেট। তারপর দ্বিতীয় দফায় খেলতে নেমে ওমান দল যেন বৃষ্টির ভয়ে তাড়াহুড়ো করে মাঠ ছাড়তে শুরু করে। একের পর এক মাঠে আসেন আর সাজঘরে ফেরেন তারা।

ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের সেঞ্চুরি ও সাব্বির রহমানের ৪৭ রানের উপর ভর করে ১৮০ রান সংগ্রহ করে টাইগাররা। টি-টোয়েন্টির ইতিহাসে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরিটি নিজের নামে লিখে নেন তামিম।

Leave a Reply