ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন: জামায়াত
‘ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন: জামায়াত, আগুন সন্ত্রাসের জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। রোববার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বিবৃতিতে বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বত্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ১০ বছর পর পুলিশের অনুমতি পেয়ে শনিবার রাজধানীতে সমাবেশ করেছে জামায়াত। আদালতের রায়ে নিবন্ধন হারানো দলটি হঠাৎ অনুমতি পাওয়ায় রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে। ক্ষমতাসীন দলের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা জামায়াতের আঁতাতের গুঞ্জনও রয়েছে।
তবে তা নাকচ করেছে জামায়াত। দলটির বিবৃতিতে বলেছে, ওবায়দুল কাদের জামায়াতের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। আজ পর্যন্ত এই অভিযোগের সত্যতা কোথাও প্রমাণ করতে পারেননি। জামায়াত কখনও অগ্নিসন্ত্রাস করেনি, করার প্রশ্নই আসে না। দেশের জনগণ ওবায়দুল কাদেরের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করে না।