ওবামা দালাই লামার বৈঠক অনুষ্ঠিত, বিরক্ত চীন
শুক্রবার হোয়াইট হাউসের ম্যাপ রুমে বারাক ওবামা ও দালাই লামার মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তারা তা নিশ্চিত করেছেন। বৈঠক বাতিলের জন্য চীনের আহ্বান সত্ত্বেও তা অনুষ্ঠিত হওয়ায় দেশটি বিরক্ত প্রকাশ করেছে।
বৈঠকে চীনে তিব্বতিদের মানবাধিকার সুরক্ষার জন্য জোরালে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন ওবামা।
চীন বৈঠকটি বাতিলের অনুরোধ জানিয়ে বলেছিল, এতে দু’দেশের মধ্যকার সম্পর্কে ’বড় ক্ষতি’ ঘটবে।
চীন দালাই লামাকে বিচ্ছিনতাবাদী বলে মনে করে। অপরদিকে দালাই লামা তিব্বতের স্বাধীনতার জন্য নয়, বরং এর বৃহত্তর স্বায়ত্তশাসনে তার সমর্থন দেওয়ার কথা বলে আসছেন।