ওবামা কাঁদলেন

06/01/2016 5:04 pmViews: 48
ওবামা কাঁদলেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে দেশটিতে অস্ত্র ক্রয়ের ওপর বিধিনিষেধের আরোপ করা হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউজে এ ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত ওবামা চোখের জল মুছতে মুছতে বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত দেয়া বন্ধ করতে হবে।

এ সময় তিনি কলাম্বাইন ও সানতা বারবারায় স্কুলে নির্বিচরে গুলিবর্ষণে নিরপরাধ ছাত্র-ছাত্রীদের হত্যার ঘটনাটি সবাইকে স্মরণ করিয়ে দিতে গিয়ে কেঁদে ফেলেন। ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের স্বজন। খবর বিবিসির।

নতুন এ আইনে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তার অতিত ইতিহাস জেনে তারপর অস্ত্র বিক্রি করতে হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার নেয়া সম্ভব হবে।

ওবামা বলেন, আমরা এখানে এসেছি আগের বন্দুক হামলার বিষয়ে কিছু বলতে নয়, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাক্সিক্ষত হামলার আর না হয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য।

তিনি বলেন, অবাধ অস্ত্র বেচাকেনার পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না।

Leave a Reply