ওবামার কাছে গুলানকে ফেরত চাইলেন এরদোগান

17/07/2016 11:40 amViews: 6
ওবামার কাছে গুলানকে ফেরত চাইলেন এরদোগান
 
ওবামার কাছে গুলানকে ফেরত চাইলেন এরদোগান
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ফেতুল্লা গুলানকে তুরস্কে ফেরত চাইলেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে গুলেনকে ফেরত চেয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
তুরস্কে শুক্রবার রাতে ঘটে যাওয়া ব্যর্থ সেনা ক্যু ফেতুল্লা গুলানের ইন্ধন আছে এমন অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফেরত দেয়ার দাবি জানান তিনি। এরদোগান বলেন, ফেতুল্লা গুলেনই তুরস্কের জনগণের বিরুদ্ধে অভ্যুত্থান সৃষ্টি করেছে। তিনি বলেন, এর আগেও তুরস্ক বার বার বলেছে গুলেনকে হস্তান্তর করতে। গুলেন একজন প্রবাসী। আমি যুক্তরাষ্ট্রকে বলেছিলাম তাকে বিতাড়িত করুন কিংবা তুরস্কে ফেরত দিন।
এরদোগান বলেন, গুলেনকে তুরস্কে ফেরত দেয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আমি পুনরায় আহ্বান জানাচ্ছি। দ্য গার্ডিয়ান।

Leave a Reply