ঐশীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

22/04/2014 10:26 pmViews: 13

ঢাকা: পুলিশের কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের বিরুদ্ধে  আগামী ৬ মে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই দিন ধার্য করেন বলে আদালত সূত্র জানায়।

সূত্র আরো জানায়, ঐশীসহ মামলার সব আসামির বিচার এই আদালতে হবে। সুমী অপ্রাপ্তবয়স্ক বলে তার বিচার হবে শিশু আইনে।

মামলার অন্য আসামিরা হলো ঐশীদের গৃহকর্মী খাদিজা খাতুন সুমি, ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি ও আসাদুজ্জামান জনি।

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলায় গত ৯ মার্চ অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বছরের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ পাওয়া যায়। দুই সন্তান ও এক গৃহকর্মী নিয়ে ওই বাসায় থাকতেন তারা।

হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঐশী। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার বাবা-মাকে হত্যার কথা স্বীকার করে।

Leave a Reply