ঐশির জামিন আবেদন নামঞ্জুর

19/01/2014 9:01 pmViews: 7

 

 

 

 

oisy p 1 পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশি রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত।

 

রোববার সকালে এ মামলায় জামিন আবেদন করেন ঐশি রহমানের আইনজীবীরা। তবে তার আইনজীবীরা ঐশির ‘ও’ লেভেল পরীক্ষার জন্য শিক্ষা সরঞ্জামাদি কারাগারে সরবরাহের জন্য আবেদন করলে আদালত এই আবেদন মঞ্জুর করে কারাগারে বইপত্র, খাতাকলম পাঠানোর নির্দেশ দেয়।

 

গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্লাটে পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী খুন হন। ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের মেয়ে ঐশি রহমান’কে ৩১ আগস্ট গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কিশোর সংশোধনাগার থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর মহিলা সেলে রাখা হয়।

Leave a Reply