ঐতিহাসিক টেস্ট খেলতে ভারত গেল টাইগাররা

02/02/2017 6:33 pmViews: 7
ঐতিহাসিক টেস্ট খেলতে ভারত গেল টাইগাররা
ভারতের সঙ্গে ঐতিহাসিক টেস্ট খেলতে ভারতে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রায় বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ দলকে বহনকারী বিমান বাংলাদেশ ত্যাগ করে। প্রথমবারের মতো টেস্ট কলকাতা হয়ে টেস্টের ভেন্যু হায়দরাবাদে যাবেন মুশফিকুর রহিমরা।
শুক্রবার ও শনিবার অনুশীলনের পর ভারত ‘এ’ দলের বিপক্ষে রোববার টাইগারদের দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে।
আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকের টেস্ট শুরু হবে।
বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পায়। তবে এখন পর্যন্ত ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। তাই ভারতের মাটিতে প্রথমবারের মতো একমাত্র এই টেস্ট ম্যাচকে ঐতিহাসিক মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা। তবে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম ঐতিহাসিক টেস্ট মনে করছেন না। বুধবার তিনি বলেন, যারা ফর্মে আছে তাদেরই দলে নেয়া হয়েছে। আমার মনে হয় যে স্কোয়াড দেয়া হয়েছে এটাই বাংলাদেশের এখনকার সেরা স্কোয়াড। গত দুই বছর সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলছিলাম। কিন্তু টেস্টে অতটা ভালো হচ্ছিল না। তবে গত দুই সিরিজে টেস্টেও আমরা ভালো খেলেছি। ভারতের মাটিতে ভারত খুব ভালো শক্তিশালী দল। আমরা স্কোয়াড দেখেছি। শক্তিশালী স্কোয়াড। তাদের বিপক্ষে আমরা ২-৩ দিন নয় বরং পুরো ৫ দিন ভালো খেলতে চাই, ইনশাআল্লাহ।

Leave a Reply