এ মাসেই বিদ্যুতের খুচরা মূল্য ৬.৬৯% বাড়ানোর সিদ্ধান্ত
গ্রাহক পর্যায়ে চলতি মাস থেকে বিদ্যুতের খুচরা মল্যূ ৬.৬৯ % বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিইআরসি বিদ্যুতের দাম বৃদ্ধির এ তথ্য জানিয়েছে।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজের দুনীতির দায়ভার জনগণের ওপর চাপাতেই বিদ্যুতের দাম বাড়াচ্ছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগে নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে ৫ বছরে পাঁচ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়। ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠনের পর আবারো বিদ্যুতের দাম বাড়ানো হল।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন, গণসংহতি আন্দোলন, ন্যাপ ভাসানী আয়োজিত ভিন্ন ভিন্ন মানববন্ধনে এসব অভিযোগ করেন নেতাকর্মীরা।