৫ জানুয়ারির নির্বাচনে জনগনের মতের প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল চারটায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া বলেন, ২০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। পাশাপাশি সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে। ১৯ জানুয়ারি প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান হবে বলে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এ ভোটে জনগণের মতের প্রতিফলন ঘটেনি। এ প্রহসন দেশের মানুষ বর্জন করেছে। সারাদেশে কোথাও মানুষ ভোটকেন্দ্রে যায়নি। গড়ে ৫% ভোটও পড়েনি বলে দাবি করে তিনি বলেন, জালিয়াতি করে ৪০% ভোটের হিসাব দেয়া হচ্ছে। বঞ্চিত উৎপীড়িত মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে বলে তিনি আশা করেন। ২৯ জানুয়ারি সারাদেশে কালো পতাকা মিছিল এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় সফর করবেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এর আগে সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এ সংবাদ সম্মেলন করার বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।