এ বছর মুক্তি নয় ‘পদ্মাবতী’র
এ বছর মুক্তি নয় ‘পদ্মাবতী’র
এ বছর হয়ত মুক্তি না-ও পেতে পারে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’। সেরকমই আশঙ্কা করছেন ছবির পরিচালক থেকে অভিনেতা–অভিনেত্রী সবাই। কারণ এখন পর্যন্ত সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘পদ্মাবতী’কে ছাড়পত্র দেয়া হয়নি। কথা ছিল ১ ডিসেম্বরই ভারতজুড়ে এই ছবিটি মুক্তি পাবে।
সূত্র মারফত জানা গেছে, সেন্সর বোর্ডের কর্মকর্তারা এখনো ছবিটি দেখে উঠতে পারেননি। ছবিটি দেখার পর তাদের ছাড়পত্র তৈরি করতে বেশ কিছুটা সময় লাগবে। তাই হয়ত আগামী বছরই মুক্তি পাবে ‘পদ্মাবতী’।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর ছবি মুক্তি হবে বলেই ছবির প্রচার কাজও থামিয়ে দেয়া হয়েছে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই ছবি মুক্তির দিন নির্ধারণ করা হবে। ‘পদ্মাবতী’ নিয়ে এমনিতেই ভারতজুড়ে বিতর্ক কম নয়। রাজস্থানের করণি সেনারা এই ছবি মুক্তি বন্ধ করতে উঠেপড়ে লেগেছে। ইতিহাসকে বিকৃত করে এ ছবি বানানো হচ্ছে বলে প্রথম থেকেই অভিযোগ ছিল পরিচালকের বিরুদ্ধে। যার জেরে পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও ‘পদ্মাবতী’র চরিত্রে দীপিকা পাড়ুকোনের মাথা কাটা করবে বলেও হুমকি দেয়া হয়েছিল। মধ্যপ্রদেশে এই ছবিটি মুক্তি পাবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
মালিক মোহাম্মদ জয়সির কাহিনী অবলম্বনে সুলতান আলাউদ্দিন খিলজির ঘটনা নিয়ে ছবিটি তৈরি হয়েছে বলে জানা গেছে।