এ্যানীর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১৮ জুন, ২০১৫
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়।
দুদক সূত্র জানায়, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের তদন্তে তার বিরুদ্ধে মোট এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় এ চার্জশিট অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় (মামলা নম্বর ১৪) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ২৯ জানুয়ারি এ্যানীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে নামে দুদক।