এ্যাডভাঞ্চারের খেসারত!

13/01/2014 10:10 pmViews: 34
এ্যাডভাঞ্চারের খেসারত!
ঢাকা : জীবনে কখনো বিমানবন্দর দেখেনি। তাই কাছে থেকে বিমান ওঠানামার দৃশ্য দেখার প্রবল আগ্রহ। শখ মেটাতেই তিন স্কুল ছাত্র বুদ্ধি করে কিশোরগঞ্জ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসেছিল। তবে পুলিশের কাছে ধরা পড়ে এখন তাদের ঠাঁই হয়েছে থানায়।

সমবয়সী এ তিন কিশোর হলো সাকিব, মাহি ও নাবিল। তারা কিশোরগঞ্জের স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সিনিয়র পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, সন্দেহজনক ঘোরাফেরার জন্য রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিমানবন্দর এবং বিমান ওঠানামার দৃশ্য স্বচক্ষে দেখতেই তিন বন্ধু ঢাকায় এসেছিল। এজন্য রোববার বেলা ১২টার দিকে স্কুলে যাবার কথা বলে তিনজন স্ব স্ব বাসা থেকে বের হয়ে ট্রেনে চড়ে সোজা বিমানবন্দর স্টেশনে এসে নামে। এরপর তারা বিমানবন্দর এলাকা দেখতে ঘোরাঘুরি করছিল।

আলমগীর হোসেন আরো জানান, তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের বর্তমানে বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply