এস-৩০০ ইরানে পাঠানোর প্রস্তুতি রাশিয়ার
এস-৩০০ ইরানে পাঠানোর প্রস্তুতি রাশিয়ার
ইরানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক-প্রযুক্তি সহায়তা সংক্রান্ত সহযোগী ভ্লাদিমির কোজিন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ইরানে সরবরাহ করার লক্ষ্যে এস-৩০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযোজনার কাজ চলছে। তিনি এক সাক্ষাতকারে আরো বলেন, এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কিছু কিছু যন্ত্রাংশ আধুনিকীকরণ করা হচ্ছে। এ সংক্রান্ত চুক্তির মূল্যসহ কিছু কিছু শর্তেরও রদবদল করা হচ্ছে বলে জানান তিনি।
ইরান এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যত দ্রুত সম্ভব পেতে চাইছে উল্লেখ করে কোজিন বলেন, তেহরানের কাছে বিক্রির জন্য নির্ধারিত এস-৩০০’এর কোনো কোনো সামরিক ব্যবস্থা অন্য ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া, সমগ্র রাশিয়ায় মজুদ এস-৩০০’এর কিছু কিছু ব্যবস্থাকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকীকরণ করা হয়েছে।
এদিকে, রুশ রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদনকারী সংস্থা আলমাজ-আনতি’র প্রধান কর্মকর্তা ইয়ান নোভিকোভ নিশ্চিত করেন, এস-৩০০ ব্যবস্থা ইরানকে দেয়ার ওপর আরোপিত সব বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে। পাশ্চাত্যের চাপের মুখে ২০১০ সালে এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল বলে জানান তিনি। বাণিজ্যিক চুক্তি হওয়া মাত্রই তার কোম্পানি অত্যাধুনিক এস-৩০০ ব্যবস্থা ইরানের কাছে সরবরাহ করব বলেও জানান তিনি।
ইরানের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য গত ১৩ এপ্রিল একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই ডিক্রি জারির মাধ্যমে ইরানের কাছে এস-৩০০ বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।