এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : ২০১৪ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।
রবিবার প্রথম সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে সকাল ১০টা থেকে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন। এর মধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
পরীক্ষা শেষ হবে আগামী ২০ মার্চ। ২২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা হবে। আর ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে শেষ করতে হবে ব্যবহারিক পরীক্ষা।
গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৫৫৪ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
এদিকে শনিবার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সব মহলের সহযোগিতা কামনা করেছেন।
শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। আর ফল প্রকাশের ৭দিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।