এসএসসি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন
ঢাকা: উপজেলা পরিষদ নির্বাচনের কারণে এসএসসি পরীক্ষায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসির ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম শিক্ষা এবং দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।
২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসির হিসাববিজ্ঞান, দাখিলের বাংলা এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিলের (ভোকেশনাল) আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা নেওয়া হবে আগামী ২০ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউল্লাহ জানিয়েছেন আগামী ১৯ ফেব্রুয়ারি ১০২ উপজেলার ভোটগ্রহণ হবে।
নির্বাচনী কেন্দ্র হওয়ায় ভোট গ্রহণের দিন ও একদিন আগে-পরে মোট তিন দিন বন্ধ রাখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে ১৯ ফেব্রুয়ারি বুধবার এসএসসির কোনো পরীক্ষা নেই। আগের দিন মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রয়েছে।