এসআই মাসুদ সাময়িক বরখাস্ত
এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনাটি প্রকাশের পর পুলিশের দুর্নীতিবাজ এই কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসুদকে তেজগাঁও জোনে ক্লোজ করা হয়। এরপর বিষয়টি মিডিয়ায় ফলাওভাবে প্রচারিত হলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই মাসুদের উপযুক্ত শাস্তি চেয়ে পুলিশের আইজির কাছে চিঠি লিখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড: আতিউর রহমান।
এর প্রেক্ষিতে শনিবার সকালে পুলিশের আইজি শহিদুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।