এলডিপি আমার নামে নিবন্ধিত: অলি
এলডিপি আমার নামে নিবন্ধিত: অলি
নিজ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাঙন ও পাল্টা কমিটি গঠনের পর দলের সভাপতি অলি আহমদ বলেছেন, বাবা সন্তানকে ত্যাজ্য করতে পারেন, ছেলে কী তা পারে?
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপির পৃথক কমিটি ঘোষণার পর কয়েক ঘণ্টার পর একই জায়গায় পাল্টা সংবাদ সম্মেলন করে এই প্রশ্ন তোলেন অলি আহমদ। তিনি বলেন, ‘এলডিপি থেকে বাদ পড়ে যারা আজ নতুন কমিটি করেছে, তারা আমার ভাইয়ের মতো ও সন্তান সমতুল্য। তাদের বিরুদ্ধে কথা বলার শিক্ষা আমার বাবা-মা দেয়নি। বাংলাদেশে বহু দল আছে, তারা না হয় আরও একটা করল, তাতে ক্ষতির কি আছে?’
তবে এরপরই অলি আহমদ বলেন, ‘এলডিপি আমার নামে নিবন্ধিত রাজনৈতিক দল। অন্য কারও এলডিপি নামে দল করার অধিকার নেই। কেউ যদি নিজের বাবার নাম বাদ দিয়ে আমার নামে পরিচিত হতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা নতুন কমিটি করেছে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে, তাদের নিয়ে আলোচনা করতে হবে।’
অলি আহমদ আরও বলেন, ‘আমি এলডিপি প্রতিষ্ঠা করেছি, ১২ বছর যাবৎ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, জাতীয় মুক্তি মঞ্চ কোনো অবস্থাতেই প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কারও প্রতি অবিচার হোক সেটা আমরা কামনা করি না।’
জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক অলি আহমদ বলেন, দেশে বিরাজমান নৈরাজ্য, দুর্নীতি, বিচারহীনতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনগণের ওপর অত্যাচার, অনাচার এবং জবাবদিহিহীন পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী। কারণ তারা কখনো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নাই। অনতিবিলম্বে তাদের উচিত ক্ষমতা থেকে পদত্যাগ করে, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য পথ সুগম করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ ও জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।