এরশাদ শপথ নেবেন: রওশন
ঢাকা : নির্বাচনে যাওয়া, নির্বাচন বর্জন, মন্ত্রিসভায় যোগ ও পদত্যাগ সবকিছুই এরশাদের নির্দেশেই করেছেন বেগম রওশন এরশাদ। তিনি নিজেই এ দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত এরশাদকে নিয়ে কনফিউশনে ছিলেন তিনি।বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির নব নির্বাচিত এমপিদের নিয়ে বৈঠকে বসেন বেগম রওশন এরশাদ। বৈঠকে নব নির্বাচিত এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, তাজুল ইসলাম চৌধুরী, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন ও লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
বৈঠক সূত্র জানায়, শপথ গ্রহণ করবে কি করবে না এ বিষয়ে নিয়ে অনুষ্ঠিত হয় আজকের বৈঠক। বৈঠকে এরশাদের ব্যাপারে রওশন বলেন, আমরা তার নির্দেশেই শপথ নিচ্ছি। কিন্তু তিনি শেষ পর্যন্ত কথা ঠিক রাখেন কি না এ বিষয়ে এখনো কনফিউশন আছে।
সূত্রটি বলছে, এরপরই বৈঠক থেকে যোগাযোগ করা হয় এরশাদের সঙ্গে। এরশাদকে কথার পরিবর্তন না করার অনুরোধ জানিয়ে রওশন বলেছেন, আমরা শপথ নিচ্ছি । তুমিও শপথ নাও। না হলে পরিস্থিতি ভিন্ন দিকে ঘুরতে পারে।
ওই সূত্রের দাবি অনুযায়ী রওশনের কথায় সায় দেন এরশাদ এবং তাকে বিরোধীদলের নেতা হওয়ার নির্দেশ দেন। এরপরেই সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন রওশন এরশাদ।
বৈঠক থেকে বেরিয়ে রওশন সাংবাদিকদের বলেন, এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তাই তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি আমাকে এ দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও শপথ নেবেন।
এদিকে এরশাদ কবে শপথ নেবেন জানতে চাইলে দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবল হক চুন্নু শীর্ষ নিউজকে বলেন, স্যার শপথ নেবেন। তবে কখন নেবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি।