এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বৃহস্পতিবার দুপুরে সিলেট সার্কিট হাউজে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।
এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট-১ আসন থেকে পুনরায় নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন। পাশাপাশি বিগত ৫ বছরে সিলেটে মহাজোট সরকারের কর্মকাণ্ডের বর্ণনা দেন।
অন্যদিকে “বিএনপিকে ছাড়া নির্বাচনে অংশ নেবেন না” বলে জানিয়ে দেন হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, “বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টিও যাবে না। আমরাও চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। বিএনপি নির্বাচনে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।”
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, সিলেট জেলা আহবায়ক সেলিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।