এরপর বেগম জিয়ার দলে ভাঙন ধরবে: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট সরে গেছে, আরো দল যাবে। এরপর বেগম জিয়ার দলে ভাঙ্গন ধরবে।’
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি প্রসঙ্গে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি ভুল করেছে, তা স্বীকার করলেই হবে না। জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে। তাদেরকে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে এবং ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। বিএনপি নেত্রীর নির্দেশে পেট্রোল বোমায় যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে।’