এম কে আনোয়ার কারাগারে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছেন কুমিল্লা জুডিশিয়াল ৫নং আমলি আদালত। হাইকোর্টে নির্দেশে মঙ্গলবার সকাল ১১টায় তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এরপর শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম কে আনোয়ারের আইনজীবী এড. বদিউল আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি বছরের কুমিল্লা চৌদ্দগ্রামের গাড়ী পোড়ানোর জি আর ৫১ এবং ৫২ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশে তিনি নিম্ম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর সুভ্রত ব্যানাজী জানান,গাড়ী পোড়ানোর ২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।