এম কে আনোয়ারের জামিন, আমানের নামঞ্জুর
এম কে আনোয়ারের জামিন, আমানের নামঞ্জুর
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে জামিন দিয়েছেন আদালত।
এদিকে পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে বুধবার তারা হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
চলতি বছর বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা পুলিশ এ মামলাগুলো করে।
– See more at: http://www.dailynayadiganta.com/detail/news/45640#sthash.hmaGAo6V.dpuf