এমপি হারুন ও পাপুলের পদ কেন শূন্য হবে না জানতে রুল জারি

18/08/2020 9:16 pmViews: 6

এমপি হারুন ও পাপুলের পদ কেন শূন্য হবে না জানতে রুল জারি

হারুনুর রশিদ ও শহীদ ইসলাম পাপুল – ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ ও লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন বাতিল হবে না তা জানতে পৃথক রুল জারি করেছেন হাইকোর্টের পৃথক বেঞ্চ।

আজ মঙ্গলবার এসব রুল জারি করা হয়।

জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হারুনুর রশিদের ব্যাপারে রুল জারি করেন।

একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়েও হারুন এমপি পদে থাকায় ওই রিট দায়ের করা হয়।

অপরদিকে, জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

Leave a Reply