এমপি লিটনকে গ্রেফতারের দাবি রিপনের

শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার ভোরে লিটনের আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে সৌরভ মিয়া নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। এসময় লিটন মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। তবে শিশুটি বর্তমানে শংকামুক্ত।
রিপন বলেন, ‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পরই তার দলের সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।
দেশে বর্তমানে সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে দলটির মুখপাত্র বলেন, সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
রিপন বলেন, এক সপ্তাহের মধ্যে দেশে দুই বিদেশী নাগরিক খুনের ঘটনা খুবই উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।