এমপি রাব্বানীসহ তিন নেতাকে দল থেকে বহিস্কার

25/12/2015 12:15 pmViews: 6
এমপি রাব্বানীসহ তিন নেতাকে দল থেকে বহিস্কার

 

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ তিন নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা কমিটির সভাপতি মইন উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ এমপি স্বাক্ষরিত এক পত্রে তাদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। রাব্বানী এমপি ছাড়াও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিনকেও সাময়িক বহিস্কার করা হয়েছে।

বহিস্কার পত্রে বলা হয়েছে শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ময়েন খানকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এমপি রাব্বানী, আতাউর রহমান ময়েন খানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তারা দলের সিদ্ধান্ত না মেনে গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কাজ করছেন। দলের গঠনতন্ত্রের ১৭ (চ), ৪৬ (ঙ) এবং ৪৬ (ঠ) ধারা অনুযায়ী তাদের দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।

তবে কেন্দ্রীয় অনুমোদনের পর তাদের চূড়ান্তভাবে দল থেকে বহিস্কার করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে দল থেকে বহিস্কারের প্রতিক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের এমপি গোলাম রাব্বানী যুগান্তরকে বলেন, আমরা বিভিন্নভাবে শুনছি কিন্তু কোনো চিঠি পাইনি। তবে আমি দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রচারণা চালায়নি। এটি একটি মিথ্যা অজুহাত মাত্র। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমি কোনো প্রার্থীর হয়ে প্রচারণা চালাতে পারি না। তবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। দল থেকে বহিস্কারের বিষয়টি আক্রোশ ও ষড়যন্ত্রমূলক এবং শিবগঞ্জে দলকে আবার পিছিয়ে দেয়ার  গভীর ষড়যন্ত্রের অংশ  বলে মনে করেন তিনি।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান বলেন, আমরা শিবগঞ্জে দীর্ঘমেয়াদী সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে লড়ছি। দলের নেতাকর্মীদের আবার ঐক্যবদ্ধ ও সংগঠিত করছি-এমন সময়ে জেলা কমিটি যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে সেই  সিদ্ধান্ত শিবগঞ্জে দলের নেতাকর্মীদের মনোবলকে ভেঙ্গে দেবে। বহিস্কারের এই সিদ্ধান্ত পৌর নির্বাচনকে কেন্দ্র করে অন্যায়ভাবে করা হলেও এটা পূর্বপরিকল্পিত ও দলের ভাঙ্গন সৃষ্টির এক গভীর ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।

এদিকে কোনো কারণ না দেখিয়ে এবং বহিস্কারের মতো সিদ্ধান্ত জেলা কমিটির সভায় আলোচনার পর নেওয়ার নিয়ম থাকলেও সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেই এই তিন নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে  জানিয়েছেন জেলা কমিটির একাধিক সদস্য।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল বলেন কাগজ পাঠিয়ে দিয়েছি সেটাই আমাদের বক্তব্য। তিনি এ ব্যাপারে আর কোনো কথা বলতে রাজি হননি। অন্যদিকে জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি সবগুলি ফোন বন্ধ থাকায়।

অন্যদিকে একজন এমপিকে দল থেকে বহিস্কারের ফলে আইনগত  জটিলতার বিষয়টি দলের নেতাকর্মীদের মাঝে  আলোচনার ঝড় উঠেছে।

Leave a Reply